দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে অনুমতির প্রথম দিনে ৫৪ এবং দ্বিতীয় দিনে গতকাল ২৫ মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানির জন্য ৬টি ট্রাকে বেনাপোল বন্দরে এসেছে। সন্ধ্যার আগেই ইলিশ বোঝাই ট্রাকগুলো কাস্টমসের প্রক্রিয়া শেষ করে ভারতে প্রবেশ করেছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।
বেনাপোল মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। তিনি বলেন, প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারিত হয়েছে ১০ মার্কিন ডলার বা ১ হাজার ১৮০ টাকা। গত বছর রপ্তানি মূল্য ছিল ১১.৩০ মার্কিন ডলার। এদিকে বাজার মূল্যের চেয়ে এ বছর কম দামে ইলিশ রপ্তানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সরগরম। বেনাপোল মাছ বাজারে ৭ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে।
উল্লেখ্য, এ বছর ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন ও একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে বলে জানা যায়।