বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে আহত ও নিহত অর্ধশত পরিবারের মধ্যে আর্থিক অনুদান দিয়েছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। গতকাল নগরীর জিইসি এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে হতাহত পরিবারের মধ্যে এ অনুদান তুলে দেন।
এ সময় সারজিস আলম বলেন, ‘আমরা আপনাদের সন্তান। যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছি। আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। দেশে যাদের চিকিৎসা চলছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘চিকিৎসা ব্যয় সরকার বহন করলেও হতাহতদের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি আহত বা চিকিৎসাধীন থাকায় তাদের পরিবার আর্থিক সংকটে পতিত হয়েছে। এমন পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’ এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।