মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

নিরাপদ স্থানে নেওয়া হয়েছে ২ হাজার বাংলাদেশিকে

নিজস্ব প্রতিবেদক

লেবাননজুড়ে চলমান ইসরায়েলি বোমা হামলায় বৈরুতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। পাশাপাশি বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ হাজার বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈরুতের বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, লেবাননের যেসব জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে সেসব জায়গা থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে দূতাবাস এবং স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সহযোগিতা করছে।

এ ছাড়াও সম্প্রতি ইসরায়েলি হামলায় লেবাননে থাকা বাংলাদেশি দুই শিশু ও এক নারী আহত হয়েছেন। তারা বর্তমানে লেবাননের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈরুতসহ লেবাননের যেসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বৈরুতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ দূরত্বে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, লেবাননের অর্থনৈতিক সংকটের কারণে অনেক বাংলাদেশি কর্মী লেবানন ছেড়ে গেছেন। বর্তমানে দেশটিতে ৭০-৮০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। তবে তাদের অধিকাশংই অবৈধ কর্মী। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে লেবাননে কর্মী ভিসায় যান ২ হাজার ৫৯৪ জন। চলতি বছর প্রথম সাত মাসে গেছেন ৪ হাজার ২২৫ জন বাংলাদেশি।

সর্বশেষ খবর