কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নইম উদ্দীন সেন্টুকে (৬১) নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, প্রতিপক্ষ একটি গ্রুপ পূর্ব বিরোধের জেরে আধিপত্য বিস্তারের লক্ষ্যে চেয়ারম্যানকে হত্যা করেছে। নিহত সেন্টু ফিলিপনগর গ্রামের মুতালিব সর্দারের ছেলে।
ঘটনার পর ফিলিপনগর এলাকা উত্তাল হয়ে ওঠে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন শত শত মানুষ। এ সময় চেয়ারম্যান সেন্টুর প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকান্ডে জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলেও জানান ওসি। স্থানীয়রা জানান, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিদিনের মতো কাজ করছিলেন চেয়ারম্যান মো. নইম উদ্দীন সেন্টু। বেলা সাড়ে ১১টার দিকে ৩ থেকে চারজন দুর্বৃত্ত জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে চেয়ারম্যান চেয়ার থেকে ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে আরও কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।