মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

সাভারে ঘোষণা দিয়ে হামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়ায় কাজী জাবের নামে এক সুফিসাধকের মাজার ও বাড়িতে ঘোষণা দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। তবে হামলাকারীরা বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারায় বাইরে থাকা একটি মোটরসাইকেল, বৈদুতিক মিটার ও পানির পাম্প ভাঙচুর করে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। স্থানীয়রা জানান, রবিবার রাতে ঘোষণা দিয়ে ৫ শতাধিক ব্যক্তি রামদা, লাঠি ও অন্যান্য দেশি অস্ত্র নিয়ে জাবেরের বাড়িতে হামলা চালায়। এ সময় ভিতরে থাকা বেশ কয়েকজন আহত হন। এদিকে রাতেই হামলার সময় ‘সুফি আত্মপ্রকাশ’ ও ‘কাজী জাবের’ নামের ফেসবুক পেজ থেকে লাইভে এসে প্রশাসনের সাহায্য চাইতে শোনা যায়। পেজগুলো থেকে ঘটনার লাইভ চালানো হয়। তার লোকজনদের মারধর করা হচ্ছে বলে ভিডিওতে জানান কাজী জাবের। একপর্যায়ে বাড়িটির বিদ্যুৎ সংযোগ চলে যায়। ভিডিওর বিবরণে দাবি করা হয়, চাকুলিয়া মসজিদের ইমাম তৈয়ব খান লোকজনকে উসকে দিয়ে এ হামলার ঘটনা ঘটান। কাজী জাবের সুরেশ্বর পীরের অনুসারী বলে জানান। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা কাজী জাবেরের পরিবার ও বাড়ির ভিতরে থাকা ভক্তদের সেখান থেকে উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ, কাজী জাবেরের বাড়ির লোকজন বিভিন্ন সময় নাস্তিক ধরনের কথাবার্তা বলতেন। সে কারণেই এলাকার লোকজন তাদের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের এলাকা থেকে উৎখাত করার চেষ্টা করেন। ঘটনা সম্পর্কে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় কাজী জাবেরের পরিবার ও ভক্তদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর