বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় এবং সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা জারি করেছে।

নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে। কীভাবে এ বিবরণী দিতে হবে, তার একটি ছকও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এ বছর ৩০ নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে।

সর্বশেষ খবর