বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার দুই মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে টেকনিক্যাল কলেজ শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন। এ ঘটনার পরপরই জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলীন শহীদ চৌধুরীকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে হত্যার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা ১৪৪ ধারা গতকাল বিকালে প্রত্যাহার করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার জানান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দোষীদের গ্রেপ্তার করা হবে। লাশ ময়নাতদন্ত শেষে জেলা সদর হাসপাতালের ফ্রিজে রাখা হয়েছে। আত্মীয়স্বজন এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। গতকাল সরেজমিনে দেখা গেছে, বিকালে ১৪৪ ধারা প্রত্যাহারের পর খাগড়াছড়িতে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলেছে। যানচলাচল স্বাভাবিক হয়েছে। জেলা প্রসাশক মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে একটি টিম গতকাল শহরের পানখাইয়াপাড়া সড়কে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান। প্রশাসন ক্ষতিগ্রস্ত দোকানিদের তালিকা করছে। উল্লেখ্য, মঙ্গলবার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জেলা সদরে ১৪৪ ধারা জারি করে।

সর্বশেষ খবর