বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ভিসা ব্যাকলগ নিষ্পত্তি করবে ইতালি : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, ইতালি যেতে আগ্রহী অপেক্ষমাণ বাংলাদেশিদের কর্মী ভিসা প্রক্রিয়াকরণে জমে থাকা বিপুল বকেয়া কাজের (ব্যাকলগ) সমস্যা শিগগিরই নিষ্পত্তির পদক্ষেপ নেবে ঢাকা দূতাবাস। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কর্মী ভিসার জন্য অপেক্ষমাণদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, দূতাবাসের কর্মীদের ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও শক্তিশালী অভিবাসনকে বাধাগ্রস্ত করে- এমন সব অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান। উভয়পক্ষ নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বিষয়ে শিগগিরই একটি দ্বিপক্ষীয় অভিবাসন-সংক্রান্ত কাঠামো গঠনের জন্য সম্মত হয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে উভয়পক্ষই অধিকার ও নিরাপত্তাসহ রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে স্থায়ীভাবে প্রত্যাবাসনের ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন ইতালির রাষ্ট্রদূত।

পররাষ্ট্র উপদেষ্টা তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে দৃঢ় ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশকে ইতালির প্রধান অর্থনৈতিক অংশীদার করার বিষয়ে আগ্রহের কথা জানান। বাংলাদেশে ব্যবসার ব্যাপক সুযোগসুবিধার কথা তুলে ধরে তিনি ইতালিকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান। রাষ্ট্রদূত উভয় দেশের জন্য পারস্পরিক আর্থ-সামাজিক সুবিধা অর্জনে ক্ষুদ্র ব্যবসা, শিল্প, চলচ্চিত্র নির্মাণ খাতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

সর্বশেষ খবর