শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
পীর চরমোনাই

জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না

নোয়াখালী প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমির মুফতি সৈয়দ মুহা. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। অসীম ক্ষমতা মানুষকে নিশ্চিতভাবে চরম দুর্নীতিগ্রস্ত করে। আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা দেয়। এ কারণেই বাংলাদেশের যেকোনো সরকারই দানবে পরিণত হয়।

গতকাল বিকালে নোয়াখালী জেলা জামে মসজিদ মার্কেট সড়কে নোয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা নজীর আহমদের সভাপতিত্বে গণসমাবেশ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা গাজী আতাউর রহমান। আরও বক্তব্য রাখেন মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা ফিরোজ আলম, মাওলানা খলিলুর রহমান, ছাত্রনেতা নুরুল বশর আজিজী, মুফতি মুহা. আসেম, মাওলানা আবুল কাশেম আমিনী, জেলা সহসভাপতি মাওলানা ইউসুফ ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন হারুন, মাওলানা কামাল উদ্দিন, কাউসার আহমাদ, মুদ্দাচ্ছির হোসাইন, নুরুদ্দিন আমানতপুরী, ইকবাল হোসাইন, দিদার হোসাইন, মু. হাবিবুর রহমান, মুহা. আবদুল মুকিত, দিদারসহ জেলা ও থানা নেতৃবৃন্দ। পীর সাহেব চরমোনাই আরও বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে এবং সর্বত্র জুলুম-নির্যাতনের রাজত্ব কায়েম করে রেখেছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সর্বশেষ খবর