রাজবাড়ীর পদ্মা-যমুনার মোহনায় আবদুল হাই হালদার নামের এক জেলের জালে সাড়ে ছয় কেজি ওজনের তিনটি বড় ইলিশ ধরা পড়েছে। প্রবাসী এক ক্রেতা মাছ তিনটি ২৬ হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন। গতকাল সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহানের কাছ থেকে অনলাইনে মাছ তিনটি ক্রয় করেন তিনি। জানা গেছে, বুধবার দুপুরে আবদুল হাই হালদারসহ অন্য জেলেরা পদ্মা নদীতে মাছ শিকারে বের হয়। বিকালে তাদের জালে বড় আকারের তিনটি ইলিশ ধরা পড়ে। তারা সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছ তিনটি বিক্রির উদ্দেশ্যে আনেন। সেখানে মাছের ওজন দিয়ে দেখেন মাছ তিনটির ওজন ৬ কেজি ৫০০ গ্রাম। পরে ফেরিঘাটের ব্যবসায়ী আবদুল হাইয়ের কাছ থেকে ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০০ টাকা দিয়ে ক্রয় করেন।
শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ বলেন, পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা। আবদুল হাই মাছগুলো বিক্রির উদ্দেশ্যে আমার কাছে নিয়ে এলে আমি ২৪ হাজার ৭০০ টাকা দিয়ে মাছগুলো ক্রয় করি। এর পর আমার ফেসবুকে ইলিশের ছবি পোস্ট করি। এক লন্ডন প্রবাসী আমার সঙ্গে যোগাযোগ করে বগুড়ার আত্মীয়-স্বজনের জন্য মাছ তিনটি ৪ হাজার টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় কিনে নেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, দুই কেজি ওজনের ইলিশ মাছ সচরাচর দেখা যায় না। বড় ইলিশের দাম বেশি হয়। এখন বড় ইলিশ পদ্মায় আসবে ডিম ছাড়তে।