শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে আরও মামলা

প্রতিদিন ডেস্ক

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান ও তৎকালীন ‘অতি উৎসাহী’ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আরও মামলা হয়েছে। ক্ষতিগ্রস্তরা তাদের বিরুদ্ধে এসব মামলা করেছেন। এর মধ্যে চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, কক্সবাজারের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের বিরুদ্ধে ও বরগুনার সাবেক এমপিসহ ১০৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুয়াডাঙ্গার সাবেক এমপি আলী আজগার টগরের বিরুদ্ধে হত্যা মামলা এবং গোবিন্দগঞ্জের সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ও মেয়রসহ ৪৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা হয়েছে। গতকাল আনোয়ারা থানায় করা মামলায় অন্য আসামিরা হলেন- ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, এস এম আলমগীর চৌধুরী, কলিম উদ্দিন, অনুপম চক্রবর্তী, ছগির আহম্মদ আজাদ, আইয়ুব আলী, আমিন শরীফ, আবদুল আজিজ, রবিউল হায়দার রুবেল, মো. ইদ্রিস, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, অসীম কুমার দেব ও আজিজুল হক বাবুল। এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৭ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা ধূসর রঙের প্রাইভেট কার এবং সাদা রঙের মাইক্রোবাসে ৫ থেকে ৬ জন দেশি অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করেন। টেনেহিঁচড়ে গাড়িতে তুলে খুন করার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যান। পরে অজ্ঞাত স্থানে নিয়ে একটি ঘরে আটক করে মারধর এবং মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করেন। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি মুক্তি পান। চকরিয়া (কক্সবাজার) : পেকুয়ায় সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের বিরুদ্ধে একাদশ সংসদ নির্বাচনে টৈটং ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার পেকুয়া থানায় টৈটং ইউনিয়ন বিএনপি কর্মী আবদুর রহিম বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় টৈটং ইউপি সদস্য মনজুর আলম, মোহাম্মদ হোছাইন, রহিম উল্লাহ ও জমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাথরঘাটা (বরগুনা) : সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমন, সাবেক এমপি সুলতানা নাদিরার দুই মেয়েসহ ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাচেষ্টার মামলা করা হয়। মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন ও এনামুল হোসাইন। চুয়াডাঙ্গা : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রোকনুজ্জামান রোকন হত্যা ঘটনার পাঁচ বছর পর সাবেক এমপি আলী আজগার টগরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- দামুড়হুদা থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম জাহাঙ্গীর, সাবেক এসআই তপন কুমার নন্দী ও শেখ রফিকুল ইসলাম। গাইবান্ধা : ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ও সাবেক পৌর মেয়র মুকিতুর রহমান রাফিসহ ৪৯ জনের নাম উল্লেখসহ আরও ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ১৭ জুলাই বিকালে বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গোবিন্দগঞ্জেও ছাত্র-জনতা ৭০০-৮০০ জনের একটি মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে যাওয়ার পথে রাজমতি সুপার মার্কেটের সামনে ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামি লাঠি, লোহার রড, দেশি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিতভাবে নিরীহ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্দেশে ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের নেতৃত্বে আসামিরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় অসংখ্য আন্দোলনকারী আহত হন।

সর্বশেষ খবর