মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে গত শুক্রবার দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ শাহরিয়ার ইসলাম অর্ণব (২৮)। তিনি দেশটির নিউজার্সির ফেয়ারফিল্ড কাউন্টির ২ ব্রিজ রোডে অবস্থিত ‘রামাদা ইন’ হোটেলের ফ্রন্ট ডেস্কে কর্মরত ছিলেন। সেই হত্যাকাণ্ডের ৬০ ঘণ্টা পরও অর্থাৎ সোমবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় অপরাহ্ণ ৫টা) পর্যন্ত ঘাতক গ্রেপ্তার হয়নি বলে নিউজার্সির পুলিশ এ সংবাদদাতাকে জানায়। একই সময় দুর্বৃত্তের গুলিতে আহত অপর এক ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কিশোরগঞ্জের সন্তান অর্ণব ওই হোটেলে চাকরি করতেন। তার স্ত্রী এবং আট মাস বয়সি কন্যা সন্তান রয়েছে, যারা ওই সিটিতেই বাস করেন। নিহত শাহরিয়ারের ভাই তানজিল ইসলাম জানান, ফিলাডেলফিয়ার ডেক্সেল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে অধ্যয়ন করার পাশাপাশি ওই হোটেলে চাকরি করতেন শাহরিয়ার। যুক্তরাষ্ট্রে আসার আগে চীনের ন্যানজিং ইউনিভার্সিটিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন। ঘাতক শনাক্তে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, হোটেলে কক্ষ ভাড়া নিতে আসা এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তি শাহরিয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সে সময় আরেকজন সহকর্মী এগিয়ে এলে তাকেও গুলিবিদ্ধ করে ওই বন্দুকধারী পালিয়ে গেছে বলে এসেক্স কাউন্টির সরকারি কৌশলী টেড স্টিফেন্স গণমাধ্যমকে জানিয়েছেন। এ হত্যাকাণ্ডে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের ধারণা, এটি জাতিগত বিদ্বেষী হামলাও হতে পারে। তবে পুলিশ এখনো হত্যার মোটিভ উদঘাটনে সক্ষম হয়নি। নিউইয়র্ক সিটির ম্যানহাটন থেকে ২০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এই রামাদা ইন হোটেলে এমন নৃশংসতা সাম্প্রতিক সময়ে আর ঘটেনি বলে স্থানীয়রা জানান।

 

 

 

সর্বশেষ খবর