দশ বছর পর জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে হরিয়ানা রাজ্যে কংগ্রেসকে হারিয়ে বিজেপি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী কাশ্মীরে ৯০ আসনের বিধানসভায় এখন পর্যন্ত ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট ৪৯টি আসনে এগিয়ে। বিজেপি পেয়েছে ২৯টি আসন। ভোটের ফল দেখে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ঘোষণা করেছেন, তাঁর ছেলে ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হবেন। পৃথক প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি তিনটি আসন পেয়েছে। তাঁরা আগেই ঘোষণা করেছে কংগ্রেস জোটকে সরকার গঠনে সমর্থন দেবে। বিজেপি জম্মু অঞ্চলে ২৯টি আসন জিতেছে। শ্রীনগর উপত্যকায় একটি আসনও পায়নি। কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক অধিকার ৩৭০ ধারা প্রত্যাহার করার পর এই প্রথম বিধানসভা ভোট হলো। এই ধারা প্রত্যাহার করার পর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত এলাকা। হিন্দু অধ্যুষিত জম্মুতে কংগ্রেস কোনো আসনেই জিততে পারেনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচনি প্রচার করার সময় ঘোষণা করেন যদি তাদের মোর্চা ক্ষমতায় আসে তাহলে তারা কাশ্মীরের রাজ্য মর্যাদা পাওয়ার জন্য দাবি তুলবেন। হরিয়ানায় এই প্রথম বিজেপি তৃতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ভোট দিয়ে আসা ব্যক্তিদের ওপর চালানো জরিপে (এক্সিট পোল) যা বলা হয়েছিল, ভোটের ফল হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। ভোটের চূড়ান্ত ফল প্রকাশ হতে এখনো দেরি আছে। জাতীয় কংগ্রেস অভিযোগ করেছে নির্বাচন কমিশন অত্যন্ত ধীর গতিতে ফল প্রকাশ করছে। কমিশন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।