শিরোনাম
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

শ্রমিক বিক্ষোভ বন্ধ ও ছুটি ১৬ কারখানায়

সাভার প্রতিনিধি

সন্ধ্যা ৭টার টিফিন দেওয়া হয়েছে ৮টায়। তাই কর্মবিরতির ডাক দিয়েছেন আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তারা কর্মবিরতি অব্যাহত রাখলে আতঙ্কে কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কর্মবিরতি হয়েছে পার্শ্ববর্তী নাসা গ্রুপের পোশাক কারখানায়। সেখানকার শ্রমিকদের দাবি, ৫ তারিখের মধ্যে মাসিক বেতন দেওয়ার কথা থাকলেও ৮ তারিখ পর্যন্ত তারা তা পাননি। পরে এ কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় আতঙ্কে আরও ১৬টি কারখানা বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বাকি কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলেছে। এ দুটি কারখানার বাইরেও ডেকো গ্রুপের শ্রমিকরা কারখানায় নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ করেছে। পরে কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বাড়ি চলে যায়। আশুলিয়ার গৌরিপুর এলাকার মুরাদ অ্যাপারেলস কারখানার শ্রমিকদের ১৮ দফা দাবি না মানায় কর্মবিরতিসহ বিক্ষোভ করেছে শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে শ্রমিকরা বাড়ি চলে যায়। আশুলিয়ার শিল্প-পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকরা সকালে স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছে। তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় ৭টি কারখানা বন্ধ আছে এবং ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্পপুলিশ, এপিবিএনসহ সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

সর্বশেষ খবর