শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে যা ৪০ হাজার ছাড়িয়েছে। ডেঙ্গুজ্বরে মৃতের সংখ্যাও ২০০ ছুঁইছুঁই। এর মধ্যে গতকাল হাসপাতালে নতুন আক্রান্ত ভর্তি হয়েছেন ৫৮৩ জন, মারা গেছেন তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও জানা যায়, গতকাল আক্রান্তের মধ্যে ঢাকা মহানগরীতে ২৪৬, ঢাকা বিভাগে ১৬৩, বরিশালে ৬২, চট্টগ্রাম বিভাগে ২২, খুলনায় ২৭, ময়মনসিংহে ২৯, রংপুরে ৭ ও রাজশাহীতে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন। ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১৯৯ জন। অক্টোবরের এ ১০ দিনেই মারা গেছেন ৩৬ জন, আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৬৭ জন। এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, মৃত্যু হয় ১৪ জনের; ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় তিনজনের; মার্চে রোগী ছিলেন ৩১১ জন, মৃত্যু হয় পাঁচজনের; এপ্রিলে আক্রান্ত ৫০৪ জন, মৃত্যু দুজনের; মে মাসে আক্রান্ত ৬৪৪ জন, মৃত্যু ১২ জনের; জুনে আক্রান্ত ৭৯৮ জন, মৃত্যু আটজনের। বছরের মাঝামাঝিতে জুলাই থেকে রোগী বাড়তে থাকে; ছাড়িয়ে যায় ২ হাজারের ঘর। এ মাসে হাসপাতালে ভর্তি রোগী ২ হাজার ৬৬৯ জন, মৃত্যু হয় ১২ জনের। আগস্টে কয়েক গুণ বেড়ে রোগী হয় ৬ হাজার ৫২১ জন, মৃত্যু ২৭ জন। আর আগস্টের তুলনায় তিন গুণ বেশি রোগী সেপ্টেম্বরে শনাক্ত হয়, মৃত্যুও হয় তিন গুণ বেশি। এ মাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৭, মারা গেছেন ৮০ জন।

 

 

সর্বশেষ খবর