বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে বাহাদুর হোসেন মনির নামে (১৭) এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বাদী বলেন, গত ১৯ জুলাই গুলশান থানার প্রগতি সরণি এলাকায় আন্দোলন চলাকালে আমার ছেলে বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় আসার সময় গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর নিহত মনিরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। এদিকে ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে হত্যার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রিমান্ড শেষে তাদের আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। ৬ অক্টোবর রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।