শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে সাড়ে ৪ কেজি সোনা জব্দ

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ৪ কেজি ৬৭১ গ্রাম ওজনের সোনার বার জব্দ করেছে বিএসএফ। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি রুপি। গতকাল সকালে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরন্দিপুর সীমান্ত চৌকি (বিওপি) এলাকা থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেন বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। জব্দ সোনা মোটরসাইকেলে লুকানো ছিল। গতকাল বিএসএফের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়- গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে বিএসএফ। বিওপি হরন্দিপুরের অন্তর্গত মলুয়াপাড়ার বাসিন্দা নাজমুল মন্ডল বিভিন্ন আকৃতির ২০টি সোনার বার মোটরসাইকেল করে বহন করছিলেন। নাজমুলকে আটকের পর তার মোটরসাইকেল তল্লাশি করে ছোট আকৃতির ১৮টি এবং ২টি বড় আকৃতির  সোনার বার জব্দ করা হয়। জব্দ সোনার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ৮৫৫ রুপি। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি বুধবার রাতে বাংলাদেশের আলমগীর নামের একজনের কাছ থেকে সোনার চালানটি পান। তিনি সফলভাবে ডেলিভারি করতে পারলে ১০ হাজার রুপি পারিশ্রমিক পেতেন। এই সোনার চালান স্বর্ণখালী বনাঞ্চলের অজ্ঞাত এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

 

 

সর্বশেষ খবর