বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

সাবেক মন্ত্রী রাজ্জাক ফারুক রিমান্ডে

আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের বিক্ষোভ

আদালত প্রতিবেদক

সাবেক মন্ত্রী রাজ্জাক ফারুক রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার দুই মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল আবদুর রাজ্জাককে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা তাঁর রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে শুনানি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুন রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হন। এ মামলাতেই আবদুর রাজ্জাককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে সোমবার ইস্কাটন থেকে আবদুর রাজ্জাককে আটক করা হয়।

অন্যদিকে ২০২২ সালে মকবুল নামে এক বিএনপি কর্মী নিহতের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে আদালতে হাজির করা হয়। এরপর এ মামলায় তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাচান। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যা তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফারুক খানকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় আওয়ামীপন্থি আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা সিএমএম আদালতের নিচে জড়ো হন। তখন ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এ বিষয়ে ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান বলেন, আদালত প্রাঙ্গণে মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে। তবে অন্য বিক্ষোভকারীরা পালিয়ে গেছেন।

সর্বশেষ খবর