বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

১৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে গতকাল দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলারযোগে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৫ অক্টোবর সন্ধ্যায় তিনটি ট্রলারে করে অজ্ঞাত সন্ত্রাসী বা ডাকাত দল উক্ত জেলেদের ওপর মারধর করে তাদেরকে ট্রলারের ডেকের ভিতরে বন্দি করে রাখে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ভোরে একটি সন্ত্রাসীদল জেলেদেরকে বঙ্গোপসাগরের মিয়ানমার অংশে একটি চরে ছেড়ে দেয়। পরে জেলেরা মিয়ানমারের আরাকান আর্মির কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। জেলেরা প্রায় ছয় দিন হেফাজতে থাকার পর আরাকান আর্মি গত ১৩ অক্টোবর বিষয়টি বিজিবিকে অবহিত করেন। আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর সোমবার সন্ধ্যায় বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদের শূন্যরেখায় যায়। আলোচনার পর ১৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। তাদের এখন পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর