মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার। আগুনে তার একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, নববর্ষে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। মানবেন্দ্র ঘোষের বোনরা জানান, এ পরিবারের কোনো শত্রু নেই, কারও সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব নেই; কারা এ ঘটনা ঘটিয়েছে কিছুই বুঝতে পারছি না। অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি। তবে মানবেন্দ্র ঘোষের ভাস্কর্য তৈরির অনেক সরঞ্জাম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি তিনি তৈরি করেননি। তিনি বলেন, নববর্ষের দুই দিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ার আমার বিরুদ্ধে অপপ্রচার রটানো হয়। সেখানে বলা হচ্ছিল পতিত সরকার শেখ হাসিনার মুখাকৃতি আমি বানাচ্ছি। এটা আমি বানিয়ে অন্যায় করেছি এবং আমার নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন আইডি থেকে এমনটা প্রচার করা হয়েছে। তিনি বলেন, আমিসহ আমার পরিবার জীবন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা ও মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন (সদর সার্কেল)। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, ঘটনা অনুসন্ধানে পুলিশ এবং সিআইডির চৌকস টিম কাজ করছে। আমরা আশাবাদী দ্রুত ঘটনা অনুসন্ধান করে অগ্নিকান্ডের সঠিক কারণ সম্পর্কে জানতে পারব। কারণ জানার পর আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান বলেন, ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।