যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল ২০ এপ্রিল সন্ধ্যায়। লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ থেকে পলাতক বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি।
অনুষ্ঠানে দেখা গেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আবদুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে। তারা সবাই বেশ হাসিখুশি ছিলেন। তারা বিয়েতে আগত নেতা-কর্মীদের সঙ্গে হেসে কথা বলেন এবং ছবি তোলেন। প্রসঙ্গত, এর আগেও কফির আড্ডায় বসা হাসান মাহমুদ, আবদুুর রহমান, শফিকুর রহমানের ছবি ভাইরাল হয়েছিল।