নগদ পৌনে ২ লাখ টাকা ও প্রায় ১ কেজি ওজনের রুপার অলংকার ভর্তি হারিয়ে ফেলা ট্রাভেল ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। হারানোর তিন দিন পর টাকা ও রুপার অলংকার ভর্তি ব্যাগটি উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার।
তিনি জানান, সদর উপজেলার রাজারচর গ্রামের বাসিন্দা সজল কুমার মিস্ত্রি ঢাকার উদ্দেশে গত ১৭ এপ্রিল নগরীর নাজিরের পোল থেকে রিকশায় নথুল্লাবাদ যান। ভুলে তিনি রিকশায় ব্যাগ রেখেই বাসে ওঠেন। কিছুক্ষণ পর এসে রিকশাচালককে খুঁজে না পেয়ে তিনি এয়ারপোর্ট থানায় অভিযোগ দেন। পরে প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে রিকশা চালকের পরিচয় শনাক্ত করে অভিযান চালিয়ে চালক রিপনের থেকে টাকা, অলংকার ও একটি মোবাইলসহ ব্যাগটি উদ্ধার করেন পুলিশ। ওসি জাকির বলেন, ‘রিকশাচালক রিপন ভুইয়া জানিয়েছেন যাত্রীকে না পেয়ে ব্যাগটি তিনি নিয়ে নিজের হেফাজতে রেখেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।