সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘বিগ টিকিট’-এর সবশেষ সাপ্তাহিক ড্র-তে ১ লাখ ৫০ হাজার দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা জিতে নিয়েছেন দুই বাংলাদেশি। প্রতিজন জিতেছেন ৪৯ লাখ ৫৮ হাজার টাকার বেশি। গতকাল গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমেদ। দুবাইয়ের ফুজাইরাহতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে। ১৯৯২ সাল থেকে দুবাই আছেন তিনি। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। তখন থেকে প্রতি মাসেই ২০ বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি। লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনো জানাননি তিনি। তবে তিনি আবারও এই লটারিতে অংশ নেবেন বলে জানিয়েছেন।
আরেক লটারি বিজয়ী কাতার প্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ। সুপারভাইজার পদে কর্মরত রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন। লটারি জয়ের ফোন পেয়ে রহমত উল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিটকে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন। দুই বাংলাদেশির পাশাপাশি তিন ভারতীয়ও এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ।