ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ‘বিভিন্ন উচ্চপর্যায়ের পরিবর্তন হয় কিন্তু মাঠপর্যায়ের তেমন কোনো কর্মী পরিবর্তন হয় না। আমরা প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকি তবে থার্ড পার্টিরা মূলত ব্যবসা করার জন্য আসে। তাই মশক নিধন ব্যবস্থাপনার দায়িত্ব থার্ড পার্টি থেকে সরিয়ে সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে।’
গতকাল রাজধানীর গুলশান-২ নম্বরে ডিএনসিসি নগর ভবনের হল রুমে ‘ডেঙ্গু মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিভিন্ন খাল পরিষ্কার ও মশক নিধনের জন্য মাঠপর্যায়ের কর্মীদের মাসে জনপ্রতি বিল দেওয়া হয় ১৭ থেকে ১৮ হাজার টাকা। কিন্তু এই কর্মীরা আসলে হাতে পান ৬ থেকে ৮ হাজার টাকা। প্রায় ১০ হাজার টাকা নাই। এক হাজার লোকের ১০ হাজার টাকা নাই মানে কোটি টাকার বাণিজ্য। আমরা মাঠপর্যায়ের কর্মীদের সরাসরি বিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, হাসপাতালের প্রতিনিধি, জনস্বাস্থ্যবিদ, কীটতত্ত্ববিদ এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এ সময় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের মানসম্মত ব্যবস্থাপনার (স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট) মধ্য দিয়ে সেবা দিতে হবে। ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থাপনায় গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। গাইডলাইন মেনে সেবা দিলে মৃত্যুহার কমে আসবে। ডেঙ্গু আক্রান্ত ও ভর্তির তথ্যর মধ্যে অনেক পার্থক্য থাকে। রোগীর সংখ্যা ঠিক না থাকায় ব্যবস্থাপনায় মুশকিল হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, দেশে ডেঙ্গুজ্বরে মৃত রোগীর হার অনেক বেশি। মৃত্যুর কারণ পর্যালোচনা করলে সমস্যাগুলো শনাক্ত করা যাবে এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যাবে। হাসপাতাল থেকে ডেঙ্গুর ক্রস ট্রান্সমিশন হচ্ছে। হাসপাতালে রোগী দেখতে এসে অনেকে আক্রান্ত হচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, দেশের হাসপাতালগুলোতে শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকে। জনবল কম থাকায় পরিচ্ছন্ন রাখা খুব কঠিন হয়ে পড়ে। তারপরেও আমরা ডেঙ্গু ওয়ার্ডের রোগীদের মশারির ভিতরে রাখার চেষ্টা করি। হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে সিটি করপোরেশন সহযোগিতা করলে সমন্বিতভাবে কাজ করা সম্ভব। এভাবে ক্রসট্রান্সমিশনের ঝুঁকি কমানো যাবে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, ক্রসট্রান্সমিশন ঠেকাতে আমরা হাসপাতালগুলোতে ক্র্যাশ প্রোগ্রাম নিচ্ছি। ডিএনসিসির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে ডেঙ্গু টেস্টের ব্যবস্থা করা হয়েছে। মশক নিধনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।