৮ জুলাই, ২০১৭ ১২:০০

বাচ্চার সুস্থতায় গর্ভাবস্থায় চিনি কম খান

অনলাইন ডেস্ক

বাচ্চার সুস্থতায় গর্ভাবস্থায় চিনি কম খান

প্রতীকী ছবি

প্রতিদিন মিষ্টিমুখ না-করে থাকতে পারেন না? চায়ে দু-বেলা একটু বেশিই চিনি খান?‌ চিনিপ্রীতি রয়েছে, এমন মায়েদের উদ্দেশে সম্প্রতি সাবধানবাণী শুনিয়েছেন একদল গবেষক। তাদের দাবি, প্রেগনেন্সির সময় মাত্রারিক্ত চিনি খেলে, গর্ভজাত সন্তানের অ্যাজমা বা হাঁপানির ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়।

'দ্য অ্যাভন লংগিচুডিনাল স্টাডি অফ পেরেন্টস অ্যান্ড চিলড্রেন (ALSPAC)' নামে এই গবেষণায় ৯ হাজার মা ও তাঁদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৯০-এর গোড়ায় যাঁরা গর্ভবতী হয়েছেন, সেই মায়েদেরই এর জন্য বেছে নেওয়া হয়েছিল। যে কারণে এই গবেষণাকে 'চিলড্রেন অফ দ্য 90s' বলা হচ্ছে।

গবেষক দলের প্রধান সাইফ শাহিন বলেন, এই পর্যবেক্ষণের ভিত্তিতে এখনই জোর দিয়ে বলা যাবে না প্রেগনেন্সির সময় অতিরিক্ত চিনি খেলেই বাচ্চার অবধারিত অ্যাজমা হবে। তবে, চিনি যে অ্যাজমার ঝুঁকি বাড়িয়ে তোলে, সে বিষয়ে গবেষকরা নিশ্চিত। যে কারণে গর্ভাবস্থায় যতটা সম্ভব কম চিনি খাওয়ারই পরামর্শ দিয়েছেন। ইউরোপিয়ান রেসপিরেটরি জার্নালে এই গবেষণা কর্ম বিশদ প্রকাশিত হয়েছে।

 

বিডি প্রতিদিন/৮ জুলাই ২০১৭/হিমেল

সর্বশেষ খবর