১২ জুলাই, ২০১৭ ২০:৩৪

মশার কামড়ের যন্ত্রণা কমাবে বাইট হেলপার!

অনলাইন ডেস্ক

মশার কামড়ের যন্ত্রণা কমাবে বাইট হেলপার!

সংগৃহীত ছবি

মশার কামড় থেকে রক্ষা পেতে আমরা কত রকম উপায় অবলম্বন করে থাকি। কিন্তু মশার উৎপাত থেকে বাঁচলেও এর কামড়ে শরীরে চুলকানি শুরু হলে তা ঠেকানোর কোনো উপায় অধরাই ছিল। এবার সেই সমস্যারও সমাধানে এক বাটন সংবলিত লম্বাটে আকৃতির বাইট হেলপার বাজারে এসেছে। এ বাইট হেলপার আপনার মশার কামড়ে ফুলে ওঠা লাল পিণ্ডর আকার ও চুলকানি কমিয়ে আনতে সাহায্য করবে।

মশার কামড়ে শরীরের লাল হয়ে যাওয়া অংশে বাইট হেলপার নামের এই ডিভাইসটি চেপে ধরলেই হল। বাইট হেলপারে আছে থার্মো পালস প্রযুক্তি। যার সাহায্যে মশা কামড়ানো স্থানটিতে কম্পনের সঙ্গে ১২০ ডিগ্রি গরম তাপমাত্রা প্রবাহিত হবে। তবে ডিভাইসটি শুধু মশার কামড় নয় শরীরের অন্যান্য স্থানের ব্যথা সারানোর কাজও করবে।

উপকার পেতে চাইল ডিভাইসটি আক্রান্ত স্থানে ৩০ থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে। তবে এটি ব্যবহার করে অনেকেই জানিয়েছেন, বাইট হেলপারের গরমটা তাদের কাছে অসহনীয় মনে হয়েছে। ব্যাটারিচালিত বহনযোগ্য এই ডিভাইসটির দাম ধরা হয়েছে ৩৯ ডলার।

সূত্র: বিজনেস ইনসাইডার
বিডি প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৭/ ই জাহান

সর্বশেষ খবর