শিরোনাম
১৫ জুলাই, ২০১৭ ২০:০৪

যে কারণে সনাতন ধর্মে বিয়ের পরদিন 'কালরাত্রি' করা হয়

অনলাইন ডেস্ক

যে কারণে সনাতন ধর্মে বিয়ের পরদিন 'কালরাত্রি' করা হয়

প্রতীকী ছবি

বিয়ের দিন শারীরিক কারণে উপোস থাকতে হয়। শুধু তাই নয়, মনের উপরেও মারাত্মক চাপ পড়ে। কাজের পরের দিন যদি রাত্রিবাস হয়, তাহলে শরীরের ওপর আরও বাড়তি চাপ পড়তে পারে। শরীর এবং মনের শান্তি নষ্ট হয়ে যেতে পারে। ফলে দেহ অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। 

মাঝখানে একটা দিন কালরাত্রি পালন করে উভয়ের দেহ এবং মনের বিশ্রাম দেওয়া হয়। যাতে পরদিন নবদম্পতির পরের দিনের জীবন যাত্রা শুভ হয়। কাজেই প্রথাটি যুক্তিযুক্ত।

বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/আরাফাত

সর্বশেষ খবর