১ সেপ্টেম্বর, ২০১৭ ০৩:৪৬

ডায়াবেটিকদের রক্তদানের আগে ও পরে করণীয়

অনলাইন ডেস্ক

ডায়াবেটিকদের রক্তদানের আগে ও পরে করণীয়

প্রতীকী ছবি

ডায়াবেটিসের রোগীরা রক্তদান করতে পারেন কিনা সে বিষয়ে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। এ ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় রোগীরা মনে করেন এই অবস্থায় রক্তদান সম্ভব নয়। 

তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, সুস্থ অবস্থায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকলে ডায়াবেটিকরাও রক্তদান করতে পারেন। টাইপ ওয়ান (এ ক্ষেত্রে রক্তে ইনসুলিন থাকে না) ও টাইপ টু (এ ক্ষেত্রে ইনসুলিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পার না) দুই ক্ষেত্রেই রক্তদান করা সম্ভব। 

তবে যদি কোনও রোগী অতীতে বোভিন ইনসুলিন নিয়ে থাকেন তা হলে রক্তদান থেকে বিরত থাকা উচিত। এ ছাড়া যদি ডায়াবেটিসের কারণে চোখ, রক্তজালিকা বা কিডনির ক্ষতি না হয়ে থাকে তা হলে কোনও জটিলতা ছাড়াই রক্তদান করতে পারেন ডায়াবেটিকরা।


 যে বিষয়গুলো মাথায় রাখতে হবে:

১। ঘুম যেন ভাল হয়।
২। পুষ্টিকর খাবার খেয়ে তবেই রক্ত দিতে যান।
৩। পর্যাপ্ত জল পান করুন রক্তদানের আগে।

ডায়াবেটিকদের রক্তদানের পর যে বিষয়গুলো মাথায় রাখতে হবে:

১। রক্তে শর্করার মাত্রা সব সময় মনিটরে রাখুন।
২। রক্তদানের পর ২৪ সপ্তাহ পর্যন্ত আয়রনযুক্ত খাবার বা আয়রন সাপ্লিমেন্ট খান।
৩। যদি রক্তদানের পর দুর্বল বা অসুস্থ বোধ করেন তা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। 

 

বিডি প্রতিদিন/ ১ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

সর্বশেষ খবর