৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:২০

ওয়েলিস এয়ার ডিসইনফেকশন নিয়ে কিছু কথা

প্রেস বিজ্ঞপ্তি

ওয়েলিস এয়ার ডিসইনফেকশন নিয়ে কিছু কথা

দক্ষিণ কোরিয়ায় তৈরি ওয়েলিস এয়ার অ্যান্ড সারফেস ডিসইনফেকট্যান্ট সলিউশনটি এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অফিস, হাসপাতাল, ব্যাংক ও বাসাবাড়িতে ব্যবহৃত হচ্ছে।

ওয়েলিস একটি বহনযোগ্য পরিবেশবান্ধব এয়ার ডিসইনফেকশন পিউরিফায়ার ডিভাইস, যা আপনাকে ও আপনার পরিবারকে যেকোনো ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে সার্বক্ষণিক সুরক্ষা দেবে। 

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসির উদ্দিনের মতে, বর্তমানে এই ডিভাইসটি ডেন্টাল চেম্বারের জন্য অতীব জরুরি। কারণ সেখানে সরাসরি রোগীর চিকিৎসাকালীন যেকোনো ভাইরাস ব্যাকটেরিয়া, এমনকি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রোগী এবং চিকিৎসক উভয়কেই রক্ষা পেতে সহায়তা করে। 

ওয়েলিসের উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো : এই যন্ত্র মানুষের উপস্থিতিতে সার্বক্ষণিক জীবাণুমুক্ত করে। ওয়েলিস শুধু বাতাস নয়, বস্তুপৃষ্ঠকেও জীবাণুমুক্ত করে। ওয়েলিসের অত্যাধুনিক প্রযুক্তি মানবদেহের শ্বাসতন্ত্রে প্রবেশকারী ভাইরাস ও ব্যাকটেরিয়া নির্মূল করে। ওয়েলিসে ব্যয়বহুল কোনো ফিল্টার ও ইউভি লাইট ব্যবহৃত হয় না।

ওয়েলিস সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.wellisbd.com

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর