৫ মার্চ, ২০২২ ১৫:০১

বইমেলায় সজল আশফাকের ‘বিয়েবাসরীয়’

অনলাইন ডেস্ক

বইমেলায় সজল আশফাকের ‘বিয়েবাসরীয়’

ভিন্নধারার ১০টি গল্প নিয়ে গল্প সংকলন ‘বিয়েবাসরীয়’। লিখেছেন সজল আশফাক। তার লেখা প্রত্যেকটি গল্পই জীবনের অন্তর্নিহিত টানাপোড়েনকে উপজীব্য করে লেখা। গল্পগুলোতে ব্যক্তিজীবনের ক্লেশ, খেদ, আকাঙ্ক্ষা এবং অপ্রাপ্তির প্রকাশ যেমন আছে তেমনি আছে করোনাকালীন জীবনের অনিবার্য অধ্যায়, যা পাঠককে নিয়ে যাবে চিন্তার অন্যজগতে।

প্রতিদিন ঘটে যাওয়া ছোটখাট ঘটনাগুলোও যে গল্প হয়ে উঠতে পারে, সে ছোট্ট ঘটনাও যে কারো কারো জীবনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে, এই বিষয়টিকেই তুলে ধরতে চেয়েছেন বইটির লেখক সজল আশফাক। প্রতিটি গল্পই বাস্তবতাকে তুলে ধরার পাশপাশি পরাবাস্তবতা, মানসিক বিভ্রমও অবলীলায় মিশে গেছে গল্পে।

কিন্তু ঘটনার পেছনের ঘটনাকে বিজ্ঞানের প্রচলিত জ্ঞান দিয়ে প্রতিষ্ঠিত করেছেন সাবলীলভাবে। শুধু কাহিনি পড়ার জন্য গল্প নয়, জীবনকে দেখার জন্য, গভীরভাবে উপলদ্ধি যারা গল্প খোঁজেন তাদের কাছে গল্পগুলো ভালো লাগবে। প্রতিটি গল্পে মেদহীন গদ্য, ঝরঝরে ভাষায় লেখা প্রতিটি গল্পে পাঠকরা পরিচিত হবেন আরও একজন শক্তিমান গল্পকারের সাথে।

এ বছর একুশে বইমেলায় প্রকাশিত ‘বিয়েবাসরীয়’ বইটি পাওয়া যাবে অনন্যা প্রকাশনীতে, প্যাভেলিয়ন ১৫।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর