৬ মার্চ, ২০২২ ১১:১৭

একুশে বইমেলায় মিথিলা-আইরার নতুন বই

অনলাইন ডেস্ক

একুশে বইমেলায় মিথিলা-আইরার নতুন বই

মিথিলা ও আয়রা

চাকরির সুবাধে বিশ্বের বিভিন্ন দেশে মেয়ে আইরাকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন রাশিয়াথ রশিদ মিথিলা। সেই অভিজ্ঞতার আলোকে শিশুতোষ বই লেখা শুরু করেছেন তিনি। গত বছর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছিল মা-মেয়ের ভ্রমণবিষয়ক বই ‘আইরা আর মায়ের অভিযান : তানজানিয়ার দ্বীপে’। এবার বেরিয়েছে ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’। 

গতকাল শনিবার একুশে বইমেলায় ‘আফ্রিকায় সিংহের খোঁজে’র মোড়ক উন্মোচন করেন মিথিলা ও আইরা। নতুন বইটি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি আগেও শিশুদের জন্য বই লিখেছি। তবে এই সিরিজ আমার অনেক স্বপ্নের। আমাদের গল্পগুলো অন্য সব মা-বাবা ও শিশুর সঙ্গে ভাগাভাগি করতেই এই সিরিজ। আমি বিশ্বাস করি, আগামী অনেকগুলো মেলায় আমাদের ভ্রমণের বেশ কিছু গল্প নিয়ে হাজির হতে পারব। ’

‘আফ্রিকায় সিংহের খোঁজে’র প্রচ্ছদ এঁকেছেন মহাইমেনুল রাকিব নিটল। প্রকাশ করছে লাইট অব হোপ। মেলায় পাওয়া যাবে স্টল নম্বর ১৯৫-এ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর