৬ মার্চ, ২০২২ ১১:৪৫

অসীম হিমেলের উপন্যাস ‘দূরবীনে ব্যাকবেঞ্চার’

অনলাইন ডেস্ক

অসীম হিমেলের উপন্যাস ‘দূরবীনে ব্যাকবেঞ্চার’

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নবীন লেখক অসীম হিমেলের উপন্যাস ‌‘দূরবীনে ব্যাকবেঞ্চার’। শব্দশৈলী প্রকাশনীর ব্যানারে পাওয়া যাচ্ছে বইটি। দাম ৩৫০ টাকা।

এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মায়, যারা সমস্ত হৃদয় জুড়ে ভালোবাসা বয়ে বেড়ায় সকলের জন্য। অথচ তাদের জীবন কাটে ভালোবাসাহীন অপূর্ণ তায়। বুদ্ধি, মেধা, হৃদয় থাকার পরেও কিছু মানুষ হেরে যায় জীবনের খেলায়। সেরকম একজন মানুষ শুভ্র। যার মধ্যে ছিলো একজন ভালো মানুষের সমস্ত গুণ।

শুভ্র ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে। হয়ে উঠে ক্যাম্পাসের সবার প্রিয়মুখ। সেই শুভ্র জড়িয়ে পড়ে ক্যাম্পাসের নোংরা খেলায়। ক্ষমতা, মেধা থাকা সত্ত্বেও কেন শুভ্র রাতের নিস্তব্দতায় গলা ছেড়ে গান গেয়ে ডুকরে কেঁদে উঠে? কেন সে দেশ ছেড়ে পাড়ি জমায় আমেরিকার পথে?

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর