৮ মার্চ, ২০২২ ১৭:২২

মাস্টারকার্ড নারীদের জন্য চালু করল ‘অ্যাকুয়া উইম্যান প্রিপেইড কার্ড’

প্রেস বিজ্ঞপ্তি

মাস্টারকার্ড নারীদের জন্য চালু করল ‘অ্যাকুয়া উইম্যান প্রিপেইড কার্ড’

মাস্টারকার্ড, ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) সঙ্গে নিয়ে দেশে প্রথমবারের মতো শুধুমাত্র নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা ‘অ্যাকুয়া উইম্যান প্রিপেইড কার্ড’ আজ থেকে বাংলাদেশে চালু করেছে। এই কার্ড ব্যবহার করে স্যালুন, জুয়েলারি শপ, ই-কমার্স পোর্টাল, গ্রোসারি এবং ক্লথিং আউটলেটসহ বিভিন্ন কেনা-কাটায় নারীদের জন্য থাকছে আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা।

তাছাড়া, কার্ডটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল কারেন্সির ব্যবহার, বিশ্বজুড়ে সার্বক্ষণিক ও দ্রুততম সময়ে ফান্ড ব্যবহারের সুযোগ, হোটেলে অবস্থানকালে বিশেষ বোগো (বাই-ওয়ান-গেট ওয়ান বা একটি কিনলে একটি ফ্রি) অফার, দেশের সাড়ে পাঁচ হাজারের বেশি পার্টনার আউটলেটে বিশেষ ডাইনিং এবং লাইফস্টাইল সুবিধা, অনলাইন বিল পেমেন্ট, দেশে কিংবা দেশের বাইরে কেনাকাটা এবং বিশ্বব্যাপী শপিংসহ রেস্টুরেন্টে বিল পরিশোধের সুযোগ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আলী রেজা ইফতেখার;  মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর