১৭ মার্চ, ২০২২ ১২:৩৯

বইমেলায় এটুআই সম্পাদিত কফি টেবিল বুক’র মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক

বইমেলায় এটুআই সম্পাদিত কফি টেবিল বুক’র মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা প্রাঙ্গণে এটুআই সম্পাদিত কফি টেবিল বুক: দ্য এটুআই জার্নি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটুআই এর নানাবিধ উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে নাগরিকবান্ধব সেবার ডিজিটাল রূপান্তর ও বিভিন্ন পর্যায়ে উদ্ভাবন চর্চার প্রসারে এটুআই এর অবদান প্রকাশনাটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রকাশনাটির উদ্দেশ্য হচ্ছে- জনকল্যাণে উদ্ভাবিত এটুআই এর সকল সেবাগুলোকে তুলে ধরা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে এটুআই সে ভূমিকা পালন করছে, সে সম্পর্কে সকলকে অবহিত করা।
 
২০০৭ সালে প্রতিষ্ঠিত এটুআই সরাসরি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সৃষ্ট এবং পরবর্তীতে আইসিটি ও কেবিনেট ডিভিশন এবং ইউএনডিপি’র সহযোগিতায় পরিচালিত একটি যুগোপযোগী উদ্যোগ যা দেশের মানুষের ডিজিটাল অধিকার নিশ্চিত করেছে। একই সাথে এটুআই উদ্ভাবিত প্রকল্পগুলোর সাহায্যে সাধারণ মানুষের মধ্যে সরকারি সেবার প্রতি আস্থা সৃষ্টি হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর