১৬ জুন, ২০২২ ১৪:৫৬

আগামীকাল প্রতিভা প্রকাশ লেখক সম্মেলন

অনলাইন ডেস্ক

আগামীকাল প্রতিভা প্রকাশ লেখক সম্মেলন

আগামীকাল শুক্রবার প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রতিভা প্রকাশ লেখক সম্মেলন অনুষ্ঠিত হবে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। প্রতিভা প্রকাশ থেকে এ যাবত সাত-শতাধিক সৃজনশীল বই প্রকাশিত হয়েছে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মেলনে অংশগ্রহণ করবেন। 

লেখক সম্মেলনে অতিথি হিসেবে বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন- একুশে টিভি’র সিইও কবি পীযূষ বন্দ্যোপাধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, কবি ড. মুহাম্মদ সামাদ, বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর সাবেক চেয়ারম্যান, কবি ড. মোহাম্মদ সাদিক, কবি মাকিদ হায়দার, শিশুসাহিত্যিক আসলাম সানী, বাংলাভিশন-এর প্রধান সম্পাদক, ড. আবদুল হাই সিদ্দিক, শিশুসাহিত্যিক আখতার হুসেন, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি ও গবেষক মজিদ মাহমুদ, কবি ও গবেষক ড. তপন বাগচী, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি মারুফুল ইসলাম, শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক ফারুক হোসেন।

সম্মেলনে ৪জন কীর্তিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ও এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ  লেখক সম্মাননা প্রদান করা হবে।

সারাদেশ থেকে যেসকল লেখকগণ অংশ নিচ্ছেন তারা হলেন- মুশফিকা মোশাররফ, সিরাজিয়া পারভেজ, নিজু নাজমুল, সি এম শাহীন, মাসুম ফকির, মেহেরুননেসা রশিদ, তাহমিনা শিল্পী, শামসুদ্দিন হীরা, ওয়াসেল রানা, মাহবুবা ফারুক, অধরা আলো, শেখ বারী, শেখ নাজনীন, ইফতেখার শিবলী, মনজুর মুকাদ্দাস, সালমা কিবরিয়া, শাদমান মাহতাব কিবরিয়া, চন্দ্রশিলা ছন্দা, নাসরীন রেখা, প্রদীপ ব্যানার্জী, মাকসুদা আননাহাল, আনম রফিকুর রশীদ, কুসুম তাহেরা, জানে আলম, নাজনীন শুভ্র, সেলিনা আখতার, সায়ীদ উসমান, সৈয়দ আহমেদ জাবের, আনসার আলী, মাহফুজা অনন্যা, অনির্বাণ খালিদ, কানিজ ফাতেমা ও ফারহানা রেজা জুঁই।

এছাড়াও আরও অংশ নেবেন রহমত উল্লাহ সরকার, যতন কুমার দেবনাথ, মুসতাফা আনসারী, নিশো আল মামুন, আকাশমণি, অজিত রায় ভজন, খন্দকার রুমী, মলয় বাগচী, আদনান ফারাবী, ফরহাদুজ্জামান শেখ, শামীমা ইয়াসমিন, জাহানারা হাবীব, আবু রাসেল, মুহাম্মদ মনিরুল হক, নুরুজ্জামান হালিম, আল মাসুম সবুজ, রফিক মুহাম্মদ, মনিরা খান, মনির হোসেন জীবন, ফেরদৌস আরা শাহীন, শাহীন শাহ, আশেক জুনায়েদ, নাসিমা সুলতানা শফি, সাফিয়া খন্দকার রেখা, শাহীন রায়হান, জয়নাল আবেদীন জুয়েল, ডরিন আহম্মেদ, আমেনা খানম, এস এম শাহাবউদ্দিন, নুসরাত রীপা, মানিক চক্রবর্তী, হালিম নজরুল, শামীম হাসনাইন, তাহমীদ আবরার, শ্যামলী কর্মকার, হোসনে আরা জেমী, আনোয়ারা খাতুন, নুরুল ইসলাম বাবুল, পারভীন শাহনাজ, আসমান আলী, কাজী শারমিন নাহার, মাহবুবুল আলম মহব্বত, রুনা তাসমিনা,  মাহবুব এলাহী, মোহাম্মদ আরিফ, সাজেদা আলী হেলেন, জিয়াউল হাসান, ফাতিহা প্রীতি. রুবেল হাবিব, নিলুফা ইসলাম, বেবী নাসরিন, মাইদুর রহমান রুবেল, ইমরান পরশ, নাফে নজরুল, রণক ইকরাম, লেখক সাইফ ইমন, মিশকাত রাসেল।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর