শিরোনাম
৩০ অক্টোবর, ২০২২ ১১:৫৮

হিমালয়ের ডোলমা খাং পর্বত অভিযানে শায়লা বিথী

নিজস্ব প্রতিবেদক

হিমালয়ের ডোলমা খাং পর্বত অভিযানে শায়লা বিথী

শায়লা বিথী

হিমালয়ের ডোলমা খাং পর্বতচূড়া অভিযানে গেলেন বাংলাদেশের পর্বতারোহী শায়লা বিথী। গতকাল শনিবার সকালে নেপালের ৬৩৩২ মিটার উচ্চতার এ পর্বত অভিযানের লক্ষ্যে বিমানযোগে ঢাকা ত্যাগ করেন তিনি।

শায়লা বিথী প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের রোলওয়ালিং পর্বত রেঞ্জে অবস্থিত ডোলমা খাং অভিযানে গেলেন। এ অভিযানের শিরোনাম হলো-দ্যা ডোলমা খাং চ্যালেঞ্জ : ফিচার শায়লা বিথী এন্ড জেডএম অ্যাকুয়াবোম্ব। অভিযানের টাইটেল স্পন্সর জেডএম অ্যাকুয়াবোম্ব এবং কো-স্পন্সর বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর ডটকম।

শায়লা বিথী বলেন, 'ডোলমা খাং পর্বত চূড়ায় এর আগে খুব বেশি অভিযান পরিচালনা হয়নি। সে কারণে এ পর্বত অভিযান কিছুটা কষ্টসাধ্য। জনপ্রিয় পর্বতগুলো অভিযানের সময়ে পথে কিছুটা সুবিধা পাওয়া যায়। ট্রেকিং রুটগুলোতে মানুষের দেখা মেলে। কিন্তু এবারে তা পাব না। 

ঢাকা ট্রাভেল অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য শায়লা বিথী আরো বলেন, সোমবার ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ডোলমা খাং এর উদ্দেশে যাত্রা শুরু হবে। ১৫ দিনের মধ্যে এ অভিযান শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ সময়ের মধ্যে অভিযান শেষ হবে। 

শায়লা বিথীর অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে আটটি পর্বতাভিযান, ট্রেকিং ও ট্রেনিং। সর্বশেষ তিনি ২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পর্বতচূড়া জয় করেন।

শায়লা বিথী ২০১৬ সালে ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১৮ সালের মে মাসে তিব্বতের লাকপারি (৭ হাজার ৪৫ মিটার) পর্বতচূড়া জয় করেন। ২০১৯ সালের মে মাসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গশ তাশিলাপচা (৫ হাজার ৭৫৫ মিটার) গিরিপথ পার হন। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০২১ সালের নভেম্বরে হিমালয়ের বিখ্যাত থ্রি-পাস অতিক্রম করেন।

এছাড়াও শায়লা বিথী ২০১৫ সালে নেপালের মাউন্ট কেয়াজুরির বেসক্যাম্প (১৫ হাজার ৫শ ফুট উচ্চতা) ট্রেকিং করেন। ২০১৬ সালের অক্টোবরে সফলভাবে নেপালের মেরা পর্বতের চূড়ায় (৬ হাজার ৪৭৪মিটার) ওঠেন।

২০১৭ সালের এপ্রিলে নেপালের থ্রংলা পাস (৫ হাজার ৪১৬ মিটার) অতিক্রম করেন। ২০১৭ সালের অক্টোবরে প্রথম বাংলাদেশি দলের অংশ হয়ে মানাসলু সার্কিট (৫ হাজার ১০৬ মিটার) সম্পন্ন করেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর