৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:০১

বইমেলায় শফিক রিয়ানের ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’

অনলাইন ডেস্ক

বইমেলায় শফিক রিয়ানের ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’

অমর একুশে বইমেলা- ২০২৩ এ পাওয়া যাচ্ছে জনপ্রিয় কবি ও কথা সাহিত্যিক শফিক রিয়ান’র নতুন বই ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। এটি তার চতুর্থ বই ও দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। বইটি প্রকাশ করছে পথিকৃৎ প্রকাশন। বইমেলা পরিবেশক চর্যা প্রকাশ। 

প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রকৃতি-পরিবেশসহ বেশ কিছু বিষয় নিয়ে লেখা কবিতা দিয়ে ৬৪ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে। এর আগে এই লেখকের ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে।

নতুন বই প্রকাশের বিষয়ে তিনি জানান, ‘মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় পথিকৃৎ প্রকাশন থেকে আসছে ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’। আশা করি, বরাবরের মতো সবাইকে পাশে পাব।’

পথিকৃৎ প্রকাশনের কর্ণধার সোহাগ হোসেন জানান, তাঁর কবিতায় তিনি তুলে ধরেছেন প্রেম-বিরহ, সুখ-দুঃখ, প্রেয়সীর প্রতি এক অকৃত্রিম নিবেদন। তাঁর সাথে আমার যাত্রা দীর্ঘ হোক।

মেলার ৫৯১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বিডি প্রতিদিন/ওয়াসিফ

সর্বশেষ খবর