২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৫৪

বইমেলায় কাজী শিমুল আখতারের ‘কুড়ি শব্দের গল্পকুঁড়ি’

অনলাইন ডেস্ক

বইমেলায় কাজী শিমুল আখতারের ‘কুড়ি শব্দের গল্পকুঁড়ি’

কাজী শিমুল আখতার। ফাইল ছবি

বইমেলায় পাওয়া যাচ্ছে কাজী শিমুল আখতারের গল্পগ্রন্থ ‘কুড়ি শব্দের গল্পকুঁড়ি’। বইটি প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে। এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি বইমেলার ২৮ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। 

জানা গেছে, ‘কুড়ি শব্দের গল্পকুঁড়ি’ গ্রন্থটিতে মোটামুটি কুড়ি শব্দের ছোট ছোট গল্পে গভীর জীবনবোধ, নীতিবোধ, বিদ্রুপ, কটাক্ষ, রসিকতা ও বিমূর্ত অনুভূতির সবকিছুই সহজাতভাবে মূর্ত হয়ে উঠেছে। 

উল্লেখ্য, ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কাজী শিমুল আখতারের লেখালেখির শুরু ছড়া দিয়ে। বর্তমানে অধ্যাপনার পাশাপাশি তিনি লেখালেখিও চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তার ‘বিশ শব্দের গল্প’ সংকলনের দু’টি সংকলন এবং মনের খেলাঘর গ্রুপের গল্প সংকলনে গল্প প্রকাশিত হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর