২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৫৫

জসীমুদ্দিন মাসুমের ‘কে তুমি চিত্রকর’

অনলাইন ডেস্ক

জসীমুদ্দিন মাসুমের ‘কে তুমি চিত্রকর’

আধুনিক যুগে সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্রকাঠামো গঠন করতে হলে সামাজিক ও পারিবারিক পর্যায়ে লিঙ্গবোধ নিরপেক্ষতা অর্জন জরুরি বলে এক মনঃসামাজিক উপন্যাসের গল্প সাজিয়েছেন লেখক জসীমুদ্দিন মাসুম।

এবারের একুশে বইমেলায় প্রকাশিত ‘কে তুমি চিত্রকর’ উপন্যাসে দুই নারী পুরুষের চিন্তার পরিজগত ভ্রমনের চেষ্টা করেছেন লেখক। সমাজে নারী পুরুষের আলাদা পরিচয়কে প্রগ্রতির পথে বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।

নতুন বই প্রসঙ্গে লেখক জসীমুদ্দিন মাসুম বলেন, আমাদের সামাজিক প্রগতির পথে অন্যতম বাধা হলো লিঙ্গ পরিচয়ের মাধ্যমে নারী পুরুষকে আলাদা করা। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, জাপানের মত দেশ নারী পুরুষের পরিচয়ের ঊর্ধ্বে গিয়েই প্রথমে অর্থনীতিকে বড় একটা গতিবেগ অর্জন করেছে।

উল্লেখ্য, লেখক জসীমুদ্দিন মাসুমের চতুর্থ উপন্যাস ‘কে তুমি চিত্রকর’। 

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর