১৪ নভেম্বর, ২০২৩ ০৮:২৪

ত্বকের যত্নে জলপাইয়ের তেল

অনলাইন ডেস্ক

ত্বকের যত্নে জলপাইয়ের তেল

প্রতীকী ছবি

অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের নিয়মিত যত্নে তেলটি বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রচলিত আছে- ইজিপ্টের রানি ক্লিওপেট্রাও নাকি সৌন্দর্যচর্চায় জলপাইয়ের তেল ব্যবহার করতেন নিয়মিত। এই তেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস। যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে।

প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও এই তেল ব্যবহার করতে পারেন। এরমধ্যে আছে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাটি অ্যাসিড। যা ত্বকের টানটানভাব ধরে রাখতে সাহায্য করে। ত্বক থাকে মসৃণ।

আসছে শীতে জলপাইয়ের তেল রাখতে পারেন সৌন্দর্যচর্চার নিয়মিত উপকরণ হিসেবে। ত্বকের উজ্জলতা বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক আর্দ্রতাও ধরে রাখতে সক্ষম এ তেল। এছাড়াও আরো অনেক উপকার পাওয়া যাবে নিয়মিত এ তেল ব্যবহার করলে, জেনে নিন সেসব-  

১. ত্বকের জেল্লা ফেরানোর পাশাপাশি নানা দাগছোপ মলিন করতেও সাহায্য করে এই তেল।
২. এছাড়া ত্বকের ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডস পরিষ্কার করতেও ভূমিকা রাখে। 
৩. জলপাই তেলে আছে ভিটামিন ই-এর মতো উপকারী উপাদান। যা ত্বকের জন্যে খুবই ভালো। এ তেলে পলিফেনলের মতো উপাদানও আছে যা ত্বকের জন্য উপকারী।

ফেসপ্যাকে, সরাসরি দুভাবেই ব্যবহার করতে পারেন এ তেল।

যেকোন ফেসপ্যাকে কয়েক ফোঁটা জলপাই তেল দিয়ে মুখে মেখে রাখুন ১০-১৫ মিনিট এবার কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। গোসলের পানিতে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে নিতে পারেন। এতে পুরো শরীরের শুষ্কতাই দূর হবে। কিংবা সিরামের মত অল্প পরিমাণ হাতে নিয়ে চেপে চেপে মুখে ব্যবহার করতে পারেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর