২৫ নভেম্বর, ২০২৩ ১৮:০৬

আজ উদাস থাকার দিন

অনলাইন ডেস্ক

আজ উদাস থাকার দিন

অনেক কিছু নিয়ে মাথা ঘামাতে ঘামাতে আপনি খুব ক্লান্ত। সিরিয়াস হতে হতেও বিরক্ত ভীষণ। দায়িত্ব আর কাজ নিতে নিতে আর কূলাতে পারছেন না? ব্যস, তবে আজ সেসব থেকে মুক্তি নিন। স্রেফ উদাস থাকুন সারাদিন। কোনো কিছুতে সিরিয়াস হওয়ার দরকার নেই। সব ভাবনা আর পরিকল্পনা ঝেড়ে ফেলে শুধু উদাস থাকুন।

কারণ, আজকে আপনার উদাস থাকার পূর্ণ অধিকার আছে। আজ উদাস থাকার দিন। উদাস দিবস। প্রতিবছর ২৫ নভেম্বর এই দিনটি উদযাপন করা হয়।

মানুষকে সিরিয়াস ও গুরুগম্ভীর কর্তব্য পরায়ণ জগত থেকে মুক্তি দিতে দিনটি উদযাপন শুরু করেছিলেন মার্কিন দম্পতি টমাস ও রুথ রয়। এই দিন তারা নিজেদের সব হেয়ালিপনাকে প্রাধান্য দিয়ে উদাস থাকার সুযোগ তৈরি করে দিয়েছেন।

তাই আপনি চাইলে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে থাকতে পারেন নির্লিপ্ত। উদাসীন চোখে তাকিয়ে থাকতে পারেন আকাশের দিকে। দেখতে পারেন মেঘের খেলা। অথবা রঙীন প্রজাপতির ডানায় তাকিয়ে থাকতেও কোনো বারণ। আবার এসবের সবকিছুও আপনি এড়িয়ে যেতে পারেন তুমুল উদাসীনতায়। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর