৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:১০

বইমেলায় শাহাদত হোসেন সুজনের ‘আঁধার রাতের গল্প’

অনলাইন ডেস্ক

বইমেলায় শাহাদত হোসেন সুজনের ‘আঁধার রাতের গল্প’

এবারের অমর একুশে বইমেলায় এসেছে কবি ও গল্পকার শাহাদত হোসেন সুজনের লেখা উপন্যাস 'আঁধার রাতের গল্প'। বইটি মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ০৩, ০৪, ০৫, ০৬ নম্বর স্টলে পাওয়া যাবে। ধ্রুব এষ এর নজরকাড়া প্রচ্ছদে উপন্যাসটি প্রকাশ করেছে রাজধানীর পুরানা পল্টনের ছায়াবীথি প্রকাশনী।

আঁধার রাতের গল্প উপন্যাসে লেখক সমাজের সাধারণ মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা, সমাজের নানা অনাচারসহ প্রেম-ভালোবাসা এবং বিচ্ছেদকে নিখুঁতভাবে তুলে ধরেছেন। উপন্যাসে নীলাদ্রি ও তুষার একই গায়ের। পাশাপাশি চলতে চলতে নিজেদের অজান্তেই দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কখনো সে কথা কেউ কাউকে বলতে পারেনি। একদিন নীলাদ্রি বলে...

গাইবান্ধায় জন্ম নেওয়া শাহাদত হোসেন সুজন একাধারে কবি, গল্পকার এবং সাহিত্য সম্পাদক। লেখকের এ পর্যন্ত ০৬টি গ্রন্থ প্রকাশ পেয়েছে। তার মধ্যে ০৪টি কাব্যগ্রন্থ ০১টি গল্পগ্রন্থ এবং ০১টি পেশাগত উন্নয়নের মৌলিক গ্রন্থ। 'আঁধার রাতের গল্প ' লেখকের প্রথম উপন্যাস।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর