১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৩০

বইমেলায় নাট্যকার ড. মুকিদ চৌধুরীর ছয় গ্রন্থ

অনলাইন ডেস্ক

বইমেলায় নাট্যকার ড. মুকিদ চৌধুরীর ছয় গ্রন্থ

অমর একুশে বইমেলায় এসেছে নাট্যকার ড. মুকিদ চৌধুরীর ছয়টি গ্রন্থ। এর মধ্যে আগামী প্রকাশনী থেকে এসেছে ‘জার্মানি : অতীত ও বর্তমান’ এবং আদিত্য প্রকাশ থেকে ‘জার্মান সাহিত্য : প্রারম্ভ থেকে অধুনা’, ‘জার্মান সাহিত্য : প্রারম্ভ থেকে অধুনা’, ‘যোদ্ধা’, ‘অনাহূত অতিথি’, ‘ত্রয়ী’ ও ‘মগ্নপাঠ : সুরা বাকারাহ’।

‘জার্মানি : অতীত ও বর্তমান’ গ্রন্থে বিশদভাবে জার্মানির সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, রাজনীতি, কূটনীতি, আর্থসামাজিক, গণতান্ত্রিক ও মানবিক দিকগুলো আলোচনা করা হয়েছে। 

‘জার্মান সাহিত্য : প্রারম্ভ থেকে অধুনা’ গ্রন্থটি জার্মান সৃজনশীল চিন্তাধারার এক পরিপূর্ণ ইতিহাস। ‘যোদ্ধা’ গ্রন্থে উঠে এসেছে ময়নামতির (ত্রিপুরা) সুপ্রতীক মহারাজ বীরচন্দ্র মাণিক্যের পাপাচার ও তার পরিণামের এক মর্মবিদারী বিষয়। 

কবিতাসম্ভার ‘অনাহূত অতিথি’ মূলত মা-মাটি-মানুষের এক অশ্রুসিক্ত লবণাক্ত ছবি। তিনটি নাটক নিয়ে গ্রন্থ ‘ত্রয়ী’। নাটক তিনটি হলো- ‘যোদ্ধা’, ‘কলকাতায় গির্জা গালিব’ ও ‘আটই ফাল্গুন’। ‘মগ্নপাঠ : সুরা বাকারাহ’য় ইসলামিক বিষয় তুলে ধরা হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর