১০ জুন, ২০২৪ ০০:৪৬

ফেভিকল চ্যাম্পিয়নস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক

ফেভিকল চ্যাম্পিয়নস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে ফেভিকল চ্যাম্পিয়ন্স ক্লাব-এর (এফসিসি) উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত হয়েছে। এফসিসি’র ২ হাজার ৮০০ সদস্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ প্রতিপাদ্য নিয়ে রাজধানী ঢাকাসহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, বগুড়া, গাজীপুর এবং সাভারে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এফসিসি ২৭০০ টি গাছের চারা রোপণ করেছে।

এ প্রসঙ্গে পিডিলাইট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার মৈনাক দত্ত বলেন, “অতি দ্রুত শিল্পায়ন ও নগরায়নের লক্ষ্যে মানবজাতি হয়তো অজান্তেই পরিবেশের ভারসাম্যকে প্রভাবিত করেছে। সেই ভারসাম্য পুনরুদ্ধারের জন্যে যথাসম্ভব বৃক্ষরোপণ অতি আবশ্যক। সাম্প্রতিক ক্রমাগত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে এমন ইতিবাচক একটি উদ্যোগ গ্রহণের জন্য এফসিসির সকল সদস্য ভাইদের আমি সাধুবাদ জানাই’’। 

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর