২৬ জুন, ২০২১ ১৫:২৪

চট্টগ্রামের যে কোনো চাহিদা প্রধানমন্ত্রী দ্রুত অনুমোদন দেন: তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের যে কোনো চাহিদা প্রধানমন্ত্রী দ্রুত অনুমোদন দেন: তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

চট্টগ্রামের যে কোনো চাহিদা প্রধানমন্ত্রী দ্রুত অনুমোদন দেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শনিবার সকালে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, চট্টগ্রাম বন্দরের জন্য সমগ্র বাংলাদেশ সুফল পাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, “একসময় এখানকার অভ্যন্তরীণ বিভিন্ন খাল দিয়ে পণ্য আনা-নেয়া করা হতো, মাছ উৎপাদন করা হতো।  তবে, সময়ের ব্যবধানে খাল দখল হয়ে গেছে সব। এদিকে, জনসংখ্যা বাড়ার কারণেও বর্জ্য বেড়ে এতে খাল ভরাট হয়ে গেছে। ২০১৭ সালের জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প নেওয়া হয়েছিল, তা তদারকি ও সমন্বয়ের জন্য যে কমিটি করা হয়েছিল সেখানে স্থানীয় সরকারমন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছিল। যা আমি অনেক পরে জেনেছি। যে কোনো প্রকল্প বাস্তবায়ন হলে তা থেকে কি সুফল পাওয়া যাবে কিংবা কোনো সমস্যা আছে কি না তা চিহ্নিত করতে হবে।”


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর