১৬ আগস্ট, ২০২১ ১৬:২৪

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী সবকিছু করে যাচ্ছেন : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী সবকিছু করে যাচ্ছেন : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনাভাইরাস থেকে সবাইকে রক্ষা করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব কিছু করে যাচ্ছেন। তিনি যেমন প্রণোদনা দিচ্ছেন, তেমনিভাবে টিকার ব্যবস্থা করেছেন।

রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত খাদ্য সামগ্রী সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ঢাকা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ-উল আলম, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন খান রিমন প্রমুখ। অনুষ্ঠানে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ইত্যাদি দেওয়া হয়।

মন্ত্রী এসময় সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। কসবার চিত্র তুলে ধরে বর্তমান অবস্থায় স্বাস্থ্যবিধি মানলে ১০-১২ দিনের মধ্যে করোনা সংক্রমণের হার কমে আসার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর