২ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০৩

কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক

কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণে কাজ করছে সরকার বলে জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিকে লাভজনক করতে বেসরকারি খাতের বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।

আজ সচিবালয়ের অফিস কক্ষ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন: গত পাঁচ দশকে বাংলাদেশের কৃষি উন্নয়ন’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিতে সম্ভাবনা অনেক জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষি অচিরেই আধুনিক হবে, যান্ত্রিকীকরণ হবে। কিন্তু কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি ও কৃষিপণ্যের ভ্যালু অ্যাডের জন্য বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন। বেসরকারি খাত কৃষিতে বিনিয়োগ করতে চায় না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষিকে লাভজনক করতে গবেষণা ও বিনিয়োগে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত ও সহযোগিতা দিচ্ছে। এ সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসেই কৃষি প্রক্রিয়াজাত ও কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য ২০ শতাংশ প্রণোদনার ব্যবস্থা করেছে।

বেসরকারি খাতকে এ সুযোগের পুরোপুরি ব্যবহারের আহ্বান জানান এবং প্রয়োজনে আরো সুবিধা দেওয়ার কথাও জানান কৃষিমন্ত্রী।  

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর