৮ জানুয়ারি, ২০২২ ১৫:৪২

জাতি যত বেশি শিক্ষিত হবে উন্নয়ন তত সহজ হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

জাতি যত বেশি শিক্ষিত হবে উন্নয়ন তত সহজ হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের দুটি ভবনের উদ্বোধন করা হচ্ছে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা একটি শিক্ষিত জাতি গোষ্ঠী উপহার দিতে ব্যাপক হারে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করে চলেছেন। সুন্দর পরিবেশে যেন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয় সেজন্য সরকার বদ্ধপরিকর। জাতি যত বেশি শিক্ষিত হবে উন্নয়ন তত সহজ হবে।’

আজ শনিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের দুটি ভবনের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘সরকারের এই প্রয়াসকে সফল করতে কোথাও যেন কোন ছেলে মেয়ে নিরক্ষর না থাকে সেদিকে লক্ষ্য রাখতে তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষকদের প্রতি আহ্বান রাখেন। একজন শিক্ষক যা শেখান তাই শিক্ষার্থীরা গ্রহণ করে। কাজেই শিক্ষকদের আগে মানবিক হতে হবে, দক্ষ হতে হবে। তবেই একটি জাতিকে মানবিক দক্ষ জাতিতে পরিণত করা সম্ভব হবে।’

বিদ্যালয়ের ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আইয়ূব আলীর সভাপতিত্বে উদ্বোধন শেষে স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। এসময় আরও  বক্তব্য দেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানসহ অন্যরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নেত্রকোনায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ২ কোটি ৮৪ লক্ষ ৫৩ হাজার ৫৮৭ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের দ্বিতল দুটি ভবন। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর