শিরোনাম
১৯ এপ্রিল, ২০২২ ১৫:৪৫

আইন পাশ হওয়ার পর রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর প্রতিনিধি

আইন পাশ হওয়ার পর রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘রাজাকারের তালিকা প্রকাশের জন্য আগামী সংসদ অধিবেশনে সংশ্লিষ্ট আইনটি উত্থাপন করা হবে। আইনটি পাশ হওয়ার পর তালিকা প্রণয়ন হবে। আগামী সংসদে অধিবেশনে আইনটি পাশ হবে। আইনটি যদি পাশ হয়, সংসদ অনুমোদন দেওয়ার পর কাজ শুরু হবে।’ 

মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে কাঞ্চনপুর এলাকায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাসরিন আরা পোষন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সাকিল মোল্লা, হিজলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর