৭ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৩৪

একজন রোহিঙ্গাকেও আর বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

একজন রোহিঙ্গাকেও আর বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, সীমান্ত আইন লঙ্ঘন নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের উত্তপ্ত পরিস্থিতি গভীরভাবে অবলোকন করা হচ্ছে। নতুন করে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ জন্য সতর্ক রয়েছে বিজিবি।

বুধবার সকালে হোটেল সীগালের বলরুমে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ দ্য রোল মডেল ফর ইনক্লুসিভ ডেভলপমেন্ট’ শীর্ষক অভিজ্ঞতা ও অর্জন বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন শাহ রেজওয়ান হায়াত, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর